কালুখালীতে মফিজুল ইসলাম ঝন্টু (৩৪) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে মফিজুল ইসলাম ঝন্টুর পিতার নাম মোঃ মান্নাফ মোল্লা (৬৫) বাড়ি পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে আনুমানিক রাত সোয়া ৯টার দিকে। মফিজুল ইসলাম ঝন্টুর পরিবার সূত্রে জানা যায়,গতরাতে তিনি শ্বশুরবাড়ি হইতে নিজবাড়ী পাংশা-তে যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে।
এ সময় কালুখালী উপজেলার বোয়ালিয়া মোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা তার মোবাইল ফোনটি সংগ্রহ করে তার পরিবারকে খবর দেন। তবে কিসের সাথে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। মফিজুল ইসলাম ঝন্টুর একটি কন্যা সন্তান রয়েছে নাম নুসরাত ফারিয়া (৬)। বাবাকে হারিয়ে ৬ বছরের শিশু কন্যা নুসরাত ফারিয়া এখন বাবাকে খুজে বেড়ায় । মফিজুল ইসলাম ঝন্টুর পাংশায় এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা ছিল। তাহার বাবা মোঃ মান্নাফ মোল্লা রাজবাড়ী কোর্টে মুহুরির কাজ করেন। মফিজুল ইসলাম ঝন্টুর এই অকাল মৃত্যুতে শোকে হতবিহ্বল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।