বৃহঃপতি বার কুষ্টিয়া শহরের বনফুড রেস্তোরাঁর খাবার খেয়ে প্রায় ২৫জন অসুস্থ হয়েছেন।এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।সেই মামলায় গত শনিবার রাতে পুলিশ শাকিল আহমেদ জালালসহ ৪ জনকে আটক করেন। আটকের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডের থানা পুলিশ।
জানা যায়, বৃহঃপতি বার বনফুড রেস্তোরাঁর খাবার খেয়ে প্রায় ২৫জন অসুস্থ হয়। এদের মধ্যে পেটের ব্যাথায় আক্রান্ত হয়ে ৮জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) তারা হাসপাতালে ভর্তি হন তারা ।
অসুস্থরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, সালামের ভাই মিঠু, শহরের ছেউড়িয়া এলাকার মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে সামু, মেয়ে মাইমুনা, স্ত্রী সালমা খাতুন, খোকসা এলাকার রইচ ও তার পরিবারের ১০জন ছাড়াও অনেকে অসুস্থ হয়েছে পড়েছে ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় বনফুড নামক রেস্তোরারাঁয় পিজা ও বার্গার খাওয়ার পরপরই পেটে ব্যাথা ও বমির সাথে পাতলা পায়খানায় শুরু হয়। পরে স্বজনরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থ কয়েকজনকে ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের সুস্থ হতে একটু সময় লাগবে।