কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এই শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু প্রমুখ।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিজয়ী ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।