ঝিনাইদহের শৈলকুপার মাদক ব্যবসায়ী সিদ্দিক মৃধা কে যাবজ্জীবন সাজা দিয়েছে বিজ্ঞ আদালত। মাদক ব্যবসায়ী সিদ্দিক উপজেলার যুগীপাড়া গ্রামের মৃত শামসুদ্দিন এর ছেলে।
জানা যায়, গত ২৩/০৮/২০১১ তারিখ শৈলকুপা থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সিদ্দিক কে আটক করে। এঘটনায় শৈলকুপা থানায় একটি মাদক মামলা রজু হয়। মামলার তদন্ত কার্যক্রম ও বিচার শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া ৫০০০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।