প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রেক্ষিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক ব্রিগে.জেনা.(অব.) এম জাহাঙ্গীর হোসাইন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ বাজেট গতানুগতিক ও এসডিজির আলোকে প্রণীত ধারাবাহিকতা রক্ষা করায় লাভবান হবে বা হয়ে চলেছে। প্রচলিত আর্থ-সামাজিক ব্যবস্থার ধারক-বাহক ও কায়েমী স্বার্থবাদীরা। সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থাসমূহের নীতি-নির্দেশের ধারাবাহিকতায় ২০১৫ সালে এসডিজি ঘোষণার পর থেকে আমাদের দেশের বাজেট প্রণয়ন করার ক্ষেত্রে সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ লুণ্ঠন ও তার এদেশীয় দালালদের অবাধ লুটপাটের পথকে আরো বেশি প্রশস্থ করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির নামে, দেশী-বিদেশী ঋণ পরিশোধের নামে, উন্নয়নের নামে জনগণের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ কর ও ভ্যাটের আওতা ও পরিধি বৃদ্ধি করা হবে।’
তিনি বলেন, ‘বাজেটকে জাতীয় ও জনস্বার্থমুখী করতে কৃষিসহ জাতীয় উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও করোনা মহামারি পরবর্তি ইউক্রেন তথা ন্যাটোর সাথে রাশিয়ার যুদ্ধের বৈশ্বিক প্রভাব থেকে দেশের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় অগ্রাধিকার দেয়ার প্রয়োজন রয়েছে যার প্রতিফলন বাজেটে আসেনি।’ গণমুখি বাজেট পেতে জাতীয় গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করার লক্ষ্যে নেতৃদ্বয় শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আগামী ১১ জুন দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট প্রত্যাখানের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল নেতা-কর্মিদের প্রতি আহ্বান জানান।