কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুরের দুই বাচ্চার মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক নারীকে মারপিট এর অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে নন্দলালপুর ইউনিয়নের ক্লিকমোরে দুই বাচ্চার মধ্যে কথাকাটাকাটি হলে এক বাচ্চার চাচা ক্লিক মোড়ের ইউসুফ মোল্লার ছেলে শরিফ ইসলাম এবং ইউসুফ মোল্লা সাবিনা খাতুন (৩৫) নামে এক নারীকে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাবিনা খাতুন একই গ্রামের জিয়ারুলের স্ত্রী।
ওই নারী জানান, দুই বাচ্চার মধ্যে কথাকাটাকাটি হলে শরীফ ও তার বাবা সবাইকে মারার জন্য রুখে আসে সেখানে আমি গেলে লাঠি দিয়ে আমাকে মারপিট করে। এছাড়াও আমার স্পর্শ কাতর স্থানের কাপড় ছিড়ে ফেলে।
জানা গেছে মারপিট এরপর গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নারীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারী থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে কুমারখালী থানা পুলিশ তদন্ত করছে।
তদন্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।