ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম। সোমবার সদর ইউনিয়নের পচাবহলা ‘ক’ শ্রেণি ভূক্ত মুজিব শত বর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ৭টি গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণ তদারককারী জুলহাস, মিস্ত্রি জহুরুল, গৃহহীন আলম, তোতা মন্ডল মুনতাজ, আলমাছ, আলতা মন্ডল, ফারুক, দুদুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম সঠিক মানের নির্মাণ কাজ করার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য এ উপজেলায় মোট ৮৮টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।