কুষ্টিয়া সদর উপজেলার অধিকাংশ রাস্তা ভেঙে বেহাল দশা। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা কুষ্টিয়া থেকে ঝাউদিয়া,বিত্তিপাড়া বাজার থেকে বাঁশগ্রাম, লক্ষিপুর থেকে পান্টি, সড়কের অধিকাংশই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুকি নিয়েই চলেছে অধিকাংশ যান। কুষ্টিয়ার সদর ইবি থানা একটি গুরুত্ব পুর্ন থানা ।
ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র যোগাযোগ সড়ক, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক। দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । তারপরেও অসম্ভবকে সম্ভব করে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে বৃহত্তর অঞ্চলের জনগণ । এ বিষয়ে এক ভুক্তভোগী জানায়, দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া ঝিনাইদহ , মহাসড়কের কোনো কাজ না হওয়ায় এই বেহাল দশা। সর্বশেষ বছর ৫ আগে এই সড়কে মোরামত করা হয়।জোড়া তাড়া ছাড়া তেমন কোন চোখে পড়ার মতো কাজ হয়নি এ সড়কে।সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া ইবি থানার বিভিন্ন সড়ক ও মহাসড়কে প্রতিদিন ঝুকি নিয়ে কয়েক শত যানবাহন চলাচল করছে। ঘটছে দূর্ঘটনা, ঝরছে প্রাণ তবুও টনক নড়ছেনা কর্তৃপক্ষের, আর কত? দুর্ঘটনাও প্রাণ গেলে নড়েচড়ে বসবে সড়ক বিভাগ তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। কয়েক জন ভুক্তভোগী গাড়ী চালক জানায়, জীবিকার তাগিদে যান চলাচলের অনুপযোগী হওয়া সত্বেও জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত আমাদের চলতে হচ্ছে, এই সড়কে,পড়তে হচ্ছে দুর্ঘটনায়।
এলাকাবাসীর দাবি শিঘ্রই ভাংগা রাস্তা সংস্কার করে উন্নয়নের রোল মডেল হিসেবে ইবি থানা এলাকা দেখতে চাই।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।