ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে ব্যাগ তল্লাশি করে টাকা দাবি করা সোহান কে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সাতবাড়িয়া এলাকা হইতে ভুয়া ডিবি পুলিশক সোহান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহান ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার গিয়াস উদ্দিনের পূত্র। তার বিরুদ্ধে ডিবি পুলিশ পরিচয়ে নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, গ্রেফতারকৃত যুবক সোহান ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের সাতবাড়ি এলাকায় পাকা রাস্তার উপরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চালক ও আরোহী কে থামায়। এই সময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে এবং বিভিন্ন রকম ভয়-ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। এই ঘটনার পরপরই ভুয়া ডিবি পুলিশ সোহান কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে, যার নং ০৪, তারিখ-৮/১২/২০২০ ইং।