দীপ্ত টেলিভিশন কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় আহত হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল এক বিবৃতিতে জানান গত ৫ ডিসেম্বর শনিবার রাতে মজমপুরে এসবি পরিবহন কাউন্টার ভাংচুরের সময় সংবাদ সংগ্রহকালে তারা সন্ত্রাসী হামলার শিকার হয়। দীপ্ত টেলিভিশন কুষ্টিয়ার ক্যামেরা পার্সন হারুন অর রশিদ বর্তমানে মারাত্মক আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার কে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় পথ রোধ করে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় দায়ী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবী করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।