সোমবার (১৪ ডিসেম্বর) জেলা কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্যে বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।