১৯৭১ সালের কথা। দিনটি ছিল ১৬ ডিসেম্বর। এটি ছিল মহান গৌরবের সোনালি সোপানের এক বিরাট অধ্যায়। দিনটি ছিল এ দেশের লক্ষ-কোটি মানুষের অপার স্বপ্ন বাস্তবায়নের দিন।
একাত্তরে আমাদের এ স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। এ ইতিহাস এ দেশের ছাত্র, শিক্ষক,কৃষক, শ্রমিক ও নারী-পুরুষসহ অগণিত মানুষের অকাতরে রক্ত ঝরার ইতিহাস।
এক সাগর রক্তের বিনিময়ে লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা ছিনিয়ে আনি স্বাধীনতার লাল সূর্য। বহু রক্ত আর ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা মুক্তির স্বাদ পেলাম। নতুন দেশ, নতুন পতাকা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। বাংলার আলো-বাতাসে সিক্ত হয়ে নতুন জীবন, নতুন সমাজ গড়ার সংগ্রাম নিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখন এগিয়ে যাচ্ছি।
এ বিজয়ে যারা অবদান রেখেছে তাদেরকে এ দিনে সশ্রদ্ধ সালাম জানাই। সেই সাথে সকলকে এ বিজয়ের দিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
খালিদ হাসান সিপাই
সম্পাদক
সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত।