কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মাঝে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কালু মোড়ে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত। রাত ৮টার সময় নন্দলালপুর ইউনিয়নের কালু মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ী দিকে যাবার পথে দুটি ট্রাক উল্টে গেলে পিছনে থাকা মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ওই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং তার সাথে থাকা একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৫৫) । নিহত নিজামুদ্দিন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের গ্রামের মৃত আনসার উদ্দিনের ছেলে।
নিহত নিজামুদ্দিন পেশায় রাজমিস্ত্রি। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই রাত আটটার সময় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং ওই যানবাহনের চালক পলাতক রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।