কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাখই মহব্বতপুর জমিজমা নিয়ে বিরোধে ঘটনায় চাচাতো ভাইয়ের চায়না কুড়ালের আঘাতে আব্দুল মজিদের ছেলে বাচ্চু (১৯) নামে এক ছাত্র আহত হয়েছে। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় বাচ্চুর ছোট ভাইও আহত হয়েছে। রবিবার সকালে কুমারখালী উপজেলার বাখই মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বাচ্চুর পিতা আব্দুল মজিদ জানায়, ঘটনার দিন রহমানের ছেলে আমির বাচ্চুর ছোট ভাই রাব্বি (১১) মারধর করতে থাকে। সেই সময় বাচ্চু বাধা দিতে গেলে বাচ্চুকে চায়না কুড়াল দিয়ে আঘাতে করে।
স্থানীয় জনগণ আহত বাচ্চুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুর অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত বাচ্চুর মাথার মগজের আঘাত লাগায় সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।
কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান জানান, এই বিষয়ে কুমারখালী থানায় আহত বাচ্চুর পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন মামলা নম্বর-৫
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।