এখন থেকে যাত্রাকালীন সময়ে নামাজের জন্য বিরতি প্রদান করবে কুষ্টিয়ার এসবি সুপার ডিলাক্স। এসবি সুপার ডিলাক্সের চেয়ারম্যান সিহাব উদ্দিনেরর নির্দেশক্রমে এখন থেকে এসবি সুপার ডিলাক্সের প্রতিটি গাড়ি যাত্রাকালীন সময়ে নামাজের জন্য বিরতি প্রদান করবে বলে জানা গেছে। যাত্রী সেবার মান বৃদ্ধিতে এই নির্দেশ জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের এমন উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন কুষ্টিয়াবাসী। এটি নি:সন্দেহে একটি প্রশংসিত উদ্যোগ। এ উদ্যোগের জন্য এসবি সুপার ডিলাক্সের মালিকদের ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন হক্কানী দরবারের পরিচালক মাওলানা খালিদ হোসাইন সিপাহী।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।