কুষ্টিয়া কুমারখালী চাঁদপুর ইউনিয়নে অবাধে চলছে সরকারি গাছ নিধন। অভিযোগ উঠেছে, এ কাজে সহায়তা করছেন চাঁদপুর ইউনিয়নের কতিপয় প্রভাবশালী। সরোজমিনে দেখা যায় কুমারখালীর পান্টি বাঁশগ্রাম সড়কের চাঁদপুর ইউনিয়নের মহানগর গ্রামের শফির জমি সংলগ্ন রাস্তার পাশের ১১ টি রেইন ট্রি কড়ই গাছ মাত্র ৭১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জানা যায় এই সব গাছ ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার কেটে ফেলা হয় এবং তা বিক্রি করে দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেছেন, মঙ্গলবার আনুমানিক ১০- ১২ টি গাছ কেটে নেয়া হয়। কেটে নেয়ার পর গর্ত মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এ ব্যাপারে জমির মালিক শফির সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হয়ে তার ভাই রমজানের সাথে কথা হলে তিনি জানান,আমাদের জমি মেপেঝোক করে গাছ কাটা হচ্ছে, তবে জেলা পরিষদকে জানানো হয়নি। এ ব্যাপারে জেলা পরিষদের সন্মানিত সদস্য জনাব, টিপু সুলতানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার নলেজে আসার পর পুলিশকে অবহিত করা হয়েছে। শুধু এঘটনায় নয়, গেল কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি গাছ কেটে নিচ্ছে সঙ্গবদ্ধ কিছু গাছখেকোরা। কিন্তু প্রশাসনিক কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।