রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির রেলওয়ে ব্রীজ এলাকায় ২৪ মার্চ সকালে নীলা অরফে ঝর্না খাতুন ( ১৭) নামে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। সে একই উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের চরচিলোকা গ্রামের হাসান শেখের কন্যা।
ঝর্নার বাব জানান, ৫ মাস পূর্বে মোহনপুর গ্রামে ওহিদুর রহমানের সাথে বিয়ে হয়েছিল তার মেয়ের। বিয়ের পরে পরিবার জানতে পারে পূর্বের একটি স্ত্রী রয়েছে ওহিদুর এর।বিয়ের এক মাসের মাথায় বাবার বাড়িতে চলে আসে ঝর্না। গত রাতে বাবার বাড়িতে অবস্থান করছিল ঝর্না।সকালে মেয়েকে ঘরে না পেয়ে
খোজাখুজির এক পর্যায়ে বাড়ি থেতে পূর্ব দিকে চন্দনা নদীর উপার কালিকাপুর এলাকায় লাশ পড়ে রয়েছে শুনে সেখানে গিয়ে মেয়ের মরদেহ সনাক্ত করেন।
কালুখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।