কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা ও খলিশাদহ গ্রামের মোছাঃ সুবর্ণা খাতুন ও মোছাঃ ডালিয়া খাতুন দুই নারী। স্বল্প আয়ের সংসার তাদের। সব সময় অভাব অটন লেগে থাকে। সংসারে বাড়তি আয় করে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করেন তারা। সন্তানদের মুখে পুষ্টিকর খাবার আর পরনের জামা কাপড় ঠিকমত দিতে পারেনি। রোগেশোকে জর্জনিত স্বামীকে সাহায্যে আপ্রাণ চেষ্টা করে এই দুইজন। অগনিত সমস্যার মাঝেই শিখে ফেলেন দর্জি বিজ্ঞানের কাজ। কিন্ত অভাবের সংসারে কোন ভাবেই সেলাই মেশিন কিনা সম্ভব হচ্ছিল না তাদের। বিষয়টি সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াই ডি এফ) নজরে আসে। এই দুই নারীর অসহায় পরিবারের পাশে ছুটে যায় ফোরাম। গত শনিবার আত্তপ্রত্যয়ী দুইনারীকে দুইটি সেলাই মেশিন প্রদান করা হয় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের পক্ষ থেকে। সেলাই মেশিন পেয়ে মোছাঃ সুবর্ণা খাতুন ও মোছাঃ ডালিয়া খাতুন দুই নারী মহাখুশি। তারা আল্লাহ শুকরিয়া জানিয়ে বলেন, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক। সেলাই মেশিন প্রদানের সময় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান মানবতার দরদী আশিকুল ইসলাম চপল জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়ীত্ব। এবছর অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা হত দরিদ্রদের সাবলম্বী করার প্রতি গুরুত্ব দিচ্ছি। সমাজের বিত্তবান একাজে এগিয়ে আসার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, মহান আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন- এজন্য সবার দোয়া কামনা করি।