কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের পূর্ব পাড়া মোহাম্মদ আলী এর বাড়িতে গত ২ এপ্রিল শুক্রবার রাত ৯ঃ৩০মিনিটে বৈদ্দ্যতিক সর্কসার্কিট এর মাধ্যমে আগুনের শুত্রপাত। মুহুতের মধ্যে বসবাসরত ১টি ঘর, নতুন মোটরসাইকেল, ৩টা ফ্যান, আসবাবপত্র সহ সবকিছু মুহুতের মধ্যে পুড়ে শেষ হয়ে যায়। পরিবারের সদস্যদের পড়নের কাপড় ছাড়া কিছুই নেই। মাথায় আকাশ ভেঙ্গে পড়ে পরিবারটির।সংবাদটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন Youth Development Forum এর। ১০ এপ্রিল শনিবার দুপুর ১২ঃ৩০মিনিটে YDF পরিবারের পক্ষ থেকে পরিবারটির সার্বিক খোজখবর, সান্তনা প্রদান সহ ঘরনির্মানের জন্য নগদ ৫,০০০/-পাচ হাজার টাকা প্রদান করা হয়। নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ পরিবাবেরর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।মহান আল্লাহ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন ও যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উত্তম প্রতিদান দিন।