ঐতিহাসিক মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন।
শনিবার (৮ আগষ্ট) সকাল ১০টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপর তিনি স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন,মেহেরপুর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহীম শাহীনসহ আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবন্দ।
পরে পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সড়ক পথে শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছালে,তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।