কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গতকাল ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন দবির মোল্যা গেইট গ্রামস্থ মোঃ সিরাজুল ইসলাম এর রুদ্র ট্রেডার্স নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। অভিযানে দেশিয় গাঁজা-০৪ কেজি ৯৫ গ্রাম। যার মূল্য অনুমান ৯,৫০০/- (নয় হাজার পাঁশত) টাকা ও মোবাইল ফোন-০১ টি, সিমকার্ড-০২ টি ও নগদ-২১০০ টাকা সহ ০১ জন আসামী মোঃ সোহাগ শেখ (২৩), পিতা-মোঃ স্বপন শেখ, সাং- জাহেদপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।