কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে বাড়ির পাশের পুকরের পানিতে ডুবে তাওহিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার শিমুল মুন্সীর বাকপ্রতিবন্ধী ছেলে।
নিহতের দাদা মুসা মুন্সী বলেন, ঘরের দরজা খোলা থাকায় সকলের অজান্তে কোন এক সময় তাওহিদ ঘর থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাকে ঘরে না পাওয়া গেলে আশেপাশে অনেক স্থানে খোঁজাখুজি করা হয়।এরপর দুপুর সাড়ে ১২ টার দিকে পাশের বাড়ির সালাম মুন্সীর পরিত্যাক্ত ডোবায় তাওহিদের লাশ ভেসে ওঠে । পানি থেকে তুলে এনে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি মৃত বলে জানান।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি মজিবুর রহমান বলেন, বাড়ির পাশের ডোবা থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।