দৃষ্টি সবার অধিকার এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন Youth Development Forum এর পক্ষ থেকে গত ২০মার্চ বিনামুল্যে চক্ষুশিবির -২০২০ বাস্তবায়নের পর লগডাউনের কারনে তখন চোখের ছানি অপারেশন সম্ভব হয়নি।
আজ ২৫সেপ্টেম্বর শুক্রবার আগা ইউসুফ চক্ষু হাসপাতাল,বারখাদা, বিশিষ্ট চক্ষু বিশেষঞ্জ ও সার্জন অধ্যাপক ডাঃ এম এ রশীদের তত্বাবধানে দ্বিতীয় গ্রুপে তিন জনকে যথাক্রমে ১। মোঃ কলিম উদ্দিন ২। জহুরা খাতুন ৩! মোছাঃ সালমা খাতুনকে ছানি অপারেশন করানো হলো।
এই বিষয়ে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন , ধারাবাহিক ভাবে আামাদের চক্ষু ক্যাম্প থেকে অসহায় হত -দরিদ্র বাছাই কৃত রোগিদের অপারেশন অব্যাহত থাকবে এবং আমাদের এই মহতি উদ্যোগে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।