কুষ্টিয়ায় র্যাবের অভিযানে পেন্টাডল ও টাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন গ্রেফতার হয়েছে। র্যাব সুত্রে জানায়, র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর গাফফার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল ০৭ অক্টোবর ২০২০ ইং তারিখ বিকেল ৫.৩০ মিনিটের সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাসষ্ট্যান্ডে জনতা ব্যাংক সংলগ্ন জাহাঙ্গীর ফার্মেসীর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৫২), পিতা-মৃত আবেদ আলী, সাং-জয়ভোগা
(মধ্যপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়ার’কে
পেন্টাডল-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ৩০ পিচ, যাহার অনুমান মূল্য (৩০×২০০)=৬০০০/-, (খ) ১৩০ পিচ ভারতীয় টাপেন্টাডল ১০০ গ্রাম ট্যাবলেট, যাহার অনুমান মূল্য (১৩০ ×২০০)=২৬,০০০/-, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১ সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।