কুষ্টিয়ার কুমারখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ডে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ধর্ষণসহ সকল প্রকার অনাচার থেকে সমাজকে বাঁচাতে অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা সহ সকল প্রকার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোছাঃ মমতাজ বেগম, সাধারন সম্পাদক রওশন আরা বেগম নীলা, কাঙাল হরিনাথ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এটিএম আবুল মনছুর মজনু ও সাহিত্যক লিটন আব্বাস। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।