ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করেছে পুলিশ। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বাদ আছর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হতে গেলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলটিকে বাধা দেয়। বাধা পেয়ে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে দলের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, সাধারণ সম্পাদক এনামুল হক। মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সাবেক সহ সভাপতি মাওঃ নূর মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারী মোঃ আব্দুল মোমিন, সাংগাঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক, সহকারী সাংগাঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ গোলাম তাওহীদ, ছাত্র যুব বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আবরার, মাও আব্দুল জলিল, এইচ এম মোজাম্মেল চৌধুরী, আসাদুল্লাহিল গালিব প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিকে অভিশাপ থেকে বাঁচাতে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মানুষের প্রকৃত স্বাধীনতা, জান-মাল ও ইজ্জতের নিশ্চয়তা বিধান ইসলাম ছাড়া সম্ভব নয়। দেশের এই ক্রান্তিকালে বক্তারা সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষে দোয়া মোনাযাতের মধ্যদিয়ে দিয়ে শেষ হয়।