কুষ্টিয়ার কুমারখালীর অবৈধ বালু উত্তোলনকারীরা যেন অপ্রতিরোধ্য। একের পর এক মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা ও মেশিন ধ্বংস করার পরও থেমে নেই তাদের কার্যক্রম। উপজেলার বাগুলাট ইউনিয়নের কালিনদী থেকে প্রতিদিন চলছে অবৈধভাবে বালু উত্তোলন। বাড়িসহ বিভিন্ন স্থাপনা রয়েছে হুমকির মুখে। নদীর কাছাকাছি বসবাসরত বিভিন্ন বসতিরা প্রভাবশালী এই সমস্ত বালু খেকোদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেননা।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সনের ৬২ নং আইনে পাম্প বা ড্রেজার দিয়ে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ করা হলেও অবৈধ বালু উত্তোলনকারীরা আইনের তোয়াক্কা না করে তাদের দৌরাত্ম চালিয়ে যাচ্ছে। বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম আলী প্রফেসারের ভাই দুলাল তাদের বাড়ির নীচে ড্রেজার দিয়ে কালিনদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে এবং বাগুলাট ইউনিয়ন পরিষদের নীচে হাসান নামক ব্যক্তি দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে এই সমস্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।