বিশেষ সংবাদদাতা
===============
আস্থার জায়গায় যখন অনাস্থা হয়। বিশ্বাসের জায়গায় যখন অবিশ্বাস জন্মায়। বিশ্বাসের জায়গা থেকে যখন বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে। তখনই মানুষ এই আস্থা, ভালোবাসা, বিশ্বাস
স্থাপনের জন্য ইসলামী রীতিনীতির স্মরণাপন্ন হয়। একবার দুবার নয় !!! বারং বার শপথ আর ওয়াদা করে, কসম খায়, আল্লাহর দোহায় দেয়।
সম্প্রতি অভিনেত্রী শমী কায়সারের বিয়েতে কোরআন নিয়ে শপথ করাটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তাইতো হক্কানী ভাবছে !!! যুগ যুগ ধরে দুটি মানুষের জীবন একটি বাক্যের মাধ্যমে চলছে। সেটার মূলই হলো বিশ্বাস। সেই বিশ্বাসই যেন সব শূন্যে হারিয়ে যাচ্ছে !!!! দাম্পত্য, পারিবারিক জীবন যেন দূর্বিসহ হয়ে উঠছে। আসলে দাম্পত্য জীবনের শান্তি কোথায়। সেটি যেন মানুষ ভুলে গেছে !!!
পরিচালক
হক্কানী দরবার।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।