নিজস্ব প্রতিনিধি

===========
বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবীতে বিক্ষোভ সমাবেশে করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুম মুনিব, প্রচার সম্পাদক নূরুন্নবী বাবু, নির্বাহী সদস্য হায়দার আলী, কাউন্সিলর অধ্যাপক শেহাব উদ্দিন, আব্দুল মান্নান, রকিবুল ইসলাম, ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সামাবেশে নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন গাজী এই মামলায় জামিনে ছিলেন। জামিন থাকার পরও কীভাবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা বোধগম্য নয়।
বক্তারা অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।